প্রত্যন্ত অঞ্চলের প্রাণ ইউপি চেয়ারম্যানরা- সাংসদ দিদারুল আলম

0

সীতাকুন্ড : প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম.পি বলেন, গ্রামীণ জনগোষ্টির জনকল্যাণমূলক সামাজিক কার্য্যাদি সম্পন্ন হয়ে থাকে ইউনিয়ন পরিষদের মাধ্যামে।

ইউনিয়ন পরিষদের তথা প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ উন্নয়নের প্রাণ হলো চেয়ারম্যানবৃন্দরা। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড ইউপি চেয়ারম্যান সমিতি-র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষির্কী উপরক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৭৫‘র ১৫ আগষ্ট জাতির জনককে হত্যার মাধ্যমে খুনি চক্র দেশকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্ত উনার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ক্ষমতায় থেকে তলাবিহিন ঝুড়ির এই দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে।

সংগঠনের সভাপতি বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম তাজুল ইসলাম নিজামীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার(সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা,সহকারি কমিশনার ভুমি মো.কামরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাউদ্দিন সাবেরি, সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.নুরুল করিম রাশেদ,প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান যথাক্রমে মুরাদপুর জাহেদ হোসেন নিজামী,বাড়বকুণ্ড সাদাকাত উল্ল্যাহ মিয়াজি,বাঁশবাড়িয়া শওকত আলী জাহাঙ্গীর,কুমিরা মোরশেদুল আলম চৌধুরী,সোনাইছড়ি মো.মনির আহাম্মদ,ভাটিয়ারী আলহাজ্ব নাজিম উদ্দিন। কোরান খতম,মিলাদ মাহফিল ও আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন আল কাদেরি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.