প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

0

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বরণ করতে সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। এ ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছেন চবি কর্তৃপক্ষ।

প্রনব মুখার্জির আগমন উপলক্ষ্যে চবি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা । পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ওপর কড়াকড়িসহ সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। তিন দিনের ব্যক্তিগত সফরে আজ রবিবার বিকেলে (১৪ জানুয়ারি) বাংলাদেশে আসছেন প্রণব মুখার্জি।

আগামী  ১৬ জানুয়ারি মঙ্গলবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী গণমাধ্যমকে বলেন,সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ভিভিআইপি প্রটোকলের জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার সবই নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.