প্রাথমিক সমাপনী পরীক্ষার নতুন প্রশ্ন কাঠামো চূড়ান্ত

0

সিটি নিউজ ডেস্ক :: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিমার্জিত প্রশ্নপত্রের নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এছাড়া বাদ দেয়া বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করেছে সরকার।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) এক আদেশে এ কথা জানিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।

এবার থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে এমসিকিউ প্রশ্ন বাদ দেয়া হয়েছে। সেখানে নতুন ধারার প্রশ্ন যুক্ত করে প্রশ্নপত্র তৈরি করা হবে। ফলে শতভাগ সৃজনশীল প্রশ্নে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা দিতে হবে। এমসিকিউ বাদ হলেও পরীক্ষার সময় আগের মতই আড়াই ঘণ্টা থাকছে।

উল্লেখ্য, গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রায় সব বিষয়ের পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন এমসিকিউ প্রশ্ন ফাঁস হয়। শুধু প্রাথমিকেই নয়, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি এবং এবারের এসএসসি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস হয়। এ অবস্থায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। শেষপর্যন্ত এমসিকিউ বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.