ফটিকছড়িতে শহীদ-লিয়াকত স্মৃতি সংসদের সংবর্ধনা

0

ফটিকছড়ি প্রতিনিধি :   শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি দক্ষিণ জোনের আয়োজনে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ রবিবার ১৩ মে সকাল ১০ টায় নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নানুপুর ইউ.পি চেয়ারম্যান সৈয়দ ওসমান গণী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও লার্ক পেট্রোলিয়াম কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক সাদাত আনোয়ার সাদী।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এ এস এম বোরহান উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন।

শহীদ-লিয়াকত স্মৃতি সংসদের সংসদের ফটিকছড়ি দক্ষিণ জোনের সচিব মাষ্টার নোমান অর রশীদ ও ইমরান উদ্দীন ইমনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খিরাম আল্লামা নুর উদ্দীন হোসাইন (রহ:) ফাউন্ডেশনের উপদেষ্ঠা সৈয়দ আব্দুল মান্নান, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, কাজী এম আহছানুল আলম, শহিদ লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ উদ্দীন, বৃত্তি বোর্ডের পরিচালক মাওলানা মাঈন উদ্দীন নুরানী, ইউনিয়ন আওয়ামী লীগের সভঅপতি শেখ মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, দক্ষিণ জোনের উপ-পরিচালক আলমগীর মাসুদ, ছাত্রনেতা হাসানুল করিম রাসেল, ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি সোহরাব আজিজ, যুবলীগ নেতা জিয়াউল হক মামুন, মুহাম্মদ আলী, হাজ্বী তৌহিদ, ইমন খান প্রমূখ।

প্রধান অতিথি সাদাত আনোয়ার সাদী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষায় বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে অগ্রসর হতে হবে। একটি শক্তিশালী জাতি তৈরীতে সকল অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল শেষ কথা নয়। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর আলোকিত মানুষ রূপে নিজেদের গড়ে তুলতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান হতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত।

অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার, শিক্ষার্থী অভিভাবক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.