ফটিকছড়িতে শীতবস্ত্র বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক :  সমাজের অবহেলিত, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, শিল্পপতি, দানবীর ও সমাজসেবক সাদাত আনোয়ার সাদি। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজ সেবক সাদাত আনোয়ার সাদির পৃষ্টপোষকতায় প্রায় তিন’শ হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় সাদাত আনোয়ার সাদি বলেন, ক্ষুদা-দারিদ্র ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। বিজয়ের এতোদিন পরেও শীতার্ত মানুষ কেনো এতো কষ্ট পাবে? সমাজের বিত্তশালীরা যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে শীতার্ত মানুষগুলো কিছুটা উষ্ণতা পেতো। কেউ না কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। এ সময় তিনি পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের ঘোষণা দেন। আব্দুল্লাহপুর ইউ.পি চোয়ারম্যান অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউ.পির সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ, শিক্ষাবীদ সজল বড়ুয়া, প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, অধ্যাপক শাহ্ আলম, বাবুল চন্দ্র বড়ুয়া, আবু জাফর, ইউনিয়ন আ.লীগের সা.সম্পাদক আব্দুল মাবুদ, ছাত্রলীগ নেতা হাছানুল করিম রাসেল, প্যানেল চেয়ারম্যান আবু তৈয়ব, নিলু কান্তি বড়ুয়া, আমিনুল্লাহ মাষ্টার, এডভোকেট নাছির উদ্দিন প্রমূখ।
এ সময় আব্দুল্লাহপুর ইউ.পি চেয়ারম্যান আহিদুল আলম বলেন, সাদি ভাইয়ের মতো সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসতো, তাহলে বাংলাদেশে কোন শীতার্ত মানুষকে এতো কষ্ট পেতে হতোনা। তাঁর এমন ব্যতিক্রমী মহতী কাজ সত্যিই প্রশংসার দাবী রাখে।।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.