ফরিদ মাহমুদের উপন্যাসঃ একটি নীল পদ্ম

0

জুবায়ের সিদ্দিকীঃঃ  রাজনীতি থেকে লেখক। রাজপথ থেকে কাগজে-কলমের সখ্যতা। বর্তমানে পাঠক নতুন কিছু চায়। পড়তে চায় ভিন্ন কিছু। জানতে চায় নবীনদের ভাবনা। তার উপর রাজনীতিকদের লেখা হলেতো কথাই নেই।

একটা বই- একটা জানালা। দরজা-জানালা বন্ধ, আলো-বাতাসহীন ঘরে থাকতে গেলে দমবন্ধ হয়ে আসে। আমদের বাঁচার জন্য, স্বস্তির জন্য, স্বাস্থ্যের জন্য জানালা খুলতে হয়, তেমনি সুন্দর পরিপূর্ণ সমৃদ্ধ জীবনের জন্য মনের জানালা খুলতে হবে।

আর এ ক্ষেত্রে বই-ই হতে পারে একমাত্র প্রধান অবলম্বন। ফরিদ মাহমুদের উপন্যাস একটি নীল পদ্ম বইটিই হতে পারে মনের খোরাক, প্রাণের অবলম্বন। বইটি পড়ে পাঠকও ফেলতে পারেন স্বস্তির নিঃশ্বাস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.