ফরিদ মাহমুদ চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন

0

সিটি নিউজ ডেস্কঃঃ  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে আজ সকাল ১০টায় ধানমন্ডি-৩, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবাহান গোলাফ ও উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার হাতে মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

১০ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান, চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ্ব উমর ফারুক চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বীর চট্টলার কৃতি সন্তান প্রয়াত নেতা আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকার সাংবাদিকদের মন্তব্যকালে বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মযজ্ঞগুলো বর্তমান সমাজে তরুণ যুব সমাজের প্রতি উৎসর্গ করেছেন। সেই সাথে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনয়নে তরুণ যুব সমাজকে প্রাধান্য দিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটিবার সুযোগ দিলে আমি চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সমস্ত এলাকায় সুবিধাবঞ্চিতসহ অন্যান্য অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো বলে বিশ্বাস করি ইনশাল্লাহ।

মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী মো: ইব্রাহিম, ক্রীড়া সংগঠক পলাশ খাস্তগীর, যুবনেতা জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, মঞ্জুুরুল আলম রিমু, ছাত্রনেতা শহিদুল ইসলাম শহিদ, যুবনেতা ইয়াছিন ভূইয়া, হাজী মো: নুরুজ্জামান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.