‘বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে’

0

সিটি নিউজ ডেস্ক :: বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর পর দুইবার বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকা কালে উল্লেখযোগ্য সাফল্যের অন্যতম হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

যুদ্ধাপরাধের বিচার, জঙ্গীবাদ সংক্রান্ত বেশকিছু আলোচিত ঘটনা ঘটে গেলেও দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্য দক্ষতার সাথে তা দমন করেছে। বর্তমানে মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে তাতেও সরকার সফল হবে।

ঈদের কেনাকাটায় নগরবাসীর নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১১ নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডের চৌধুরী জামে মসজিদে মুসল্লীদের সাথে মতবিনিময় কালে পবিত্র জুমার নামাজের আগে বক্তব্য রাখতে গিয়ে তিঁনি উপরোক্ত কথাগুলো বলেন।

বর্তমান সরকারের উন্নয়নের প্রচার এবং চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় ফরিদ মাহমুদ দক্ষিণ কাট্টলী চৌধুরী জামে  মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাফল্য ও চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের মোতয়াল্লী আলহাজ্ব আমিনুল হক চৌধুরী, আলহাজ্ব মমিনুল হক চৌধুরী, মোহাম্মদ আলী, করিম তালুকদার, ইকবাল তালুকতার, নগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গনি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, নগর যুবলীগনেতা, রাশেদ আক্তার চৌধুরী, আলহাজ্ব ফয়সাল আক্তার চৌধুরী, অলিউর রহমান সোহেল, রাশেদ চৌধুরী, এম এ হাশেম আফগানী বাবু, নগর ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান রুমি, যুবলীগ নেতা আলাউদ্দিন সরকার শিপু, মনজুরুল আলম রিমু, আনিসুর রহমান মামুন, ইয়সিন ভুঁইয়া, সৈয়দ জাহেদুল হক জনি, আব্দুল মালেক, নগর ছাত্রলীগ সদস্য আরাফাত রুবেল, আশরাফুল আলম সিদ্দিকী, ছাত্রনেতা শাহেদুল ইসলাম, আরমান, সুমন, ইমতিয়াজ, তারেক, রিয়াদ, অমিত প্রমুখ।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত গনজমায়েতে মসজিদের মোতয়াল্লী, খতিব, মোয়াজ্জিন, এলকার গন্যমান্য ব্যক্তিবর্গের হাতে সরকারের উন্নয়নের তথ্য সম্বলীত প্রচার পত্র তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.