বলিউড অভিনেত্রী শ্রী দেবী আর নেই

0

বিনোদন ডেস্ক, সিটি নিউজঃঃ  প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমানে এ অভিনেত্রী। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় দুবাইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউডের এই তারকা। সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে নেয়া হয় ক্লিনিকে। চিকিৎসকরা জানিয়েছেন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট এ মৃত্যু হয়েছে তাঁর।

ঘটনার আকস্মিকতায় এখনও বিহ্বল বনি কপূরের ভাই সঞ্জয় কপূর। সংবাদমাধ্যমের কাছে শ্রীদেবীর মৃত্যুর খবর জানিয়ে সঞ্জয় বলেন, “দুবাইতেই ছিলাম আমি। খবর পেয়ে এখন ফের সেখানেই ফিরে যাচ্ছি। ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এর বেশি কিছু আমি বলতে পারছিনা।”

১৯৬৭ সালে তামিল সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন শ্রীদেবী। তারপর অসংখ্য বলিউডের ছবিতে তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। মাওয়ালি, তোহফাসহ বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল প্রশংসা পেয়েছেন শ্রীদেবী।

বলিউডে হার্টথ্রুব নায়িকা শ্রী দেবী
বলিউডে হার্টথ্রুব নায়িকা শ্রী দেবী

বলিউডে তার অভিষেক ঘটে সলভা সাওবান(১৯৭৮) সিনেমার মধ্য দিয়ে। তবে হিম্মতওয়ালা (১৯৮৩) সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। একে একে মাওয়ালি, তোহফা, নয়া কদম, মকসদ, মাস্টারজি, মিস্টার ইন্ডিয়া, চাঁদনীসহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেন।

শ্রীদেবী পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মম’ (২০১৭)। আর মুক্তির অপেক্ষায় রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমা ‘জিরো’ যেটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর ২০১৮।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহরুখ খান, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ৫০ বছর ধরে তিনি তিনশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে জাতীয় পুরস্কার ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি।

হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার হিসেবে বিবেচিত শ্রীদেবী ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। শ্রীদেবীর মৃত্যুতে বলিউডে হাহাকার রব উঠেছে। অমিতাভ বচ্চন, প্রিয়াংকা চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ, জেরিন খান, প্রীতি জিনতা, জাভেদ জাফরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সুস্মিতা সেনসহ আরও অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷

বলিউডের বড় বড় পরিচালক ও প্রযোজকবৃন্দ বলেন, হিরো নির্ভর হিন্দি সিনেমার সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিলেন শ্রীদেবী। ‘চাঁদনি’, ‘লমহে’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘নাগিনা’ হোক বা হালফিলের ‘ইংলিশ ভিংলিশ’, ‘মম’— প্রায় একার হাতেই ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ফিল্মের উপহার দিয়েছেন তিনি। তাই বলিউডের প্রথম মহিলা সুপারস্টার তকমা পেতে খুব একটা দেরি হয়নি তাঁর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.