বাঁশখালীতে মহিউল আলমের মনোনয়ন পত্র দাখিল

0

বাঁশখালী প্রতিনিধি : চট্রগ্রাম ২৯৩ বাঁশখালী(১৬) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাশঁখালী উপজেলায় প্রথম মনোনয়ন পত্র দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী এম. মহিউল আলম চৌধুরী ।

তিনি চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন। গতকাল মঙ্গলবার বিকালে সহকারি রির্টারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন ।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়সাল আলম সহ দায়িত্বশীল কর্মকর্তারা সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মঈনুল ইসলাম ফরহাদ,মাষ্টার জাহাঙ্গীর আলম,মামুন উর রশিদ চৌধুরী,মৌলানা নুরুল কবির,এম.নুরুল হক সিকদার, কাজী সোলতান আহমদ,হামিদুর রহমান সিকদার,আহমদ উল্লাহ,শাহজাদা আবু নাছের আজমী,ছিদ্দিকুল আলম,সাজ্জাদ হোসেন সেলিম,মাষ্টার আলমগীর,মৌলানা হেলাল উদ্দিন হোছাইনী,মৌ: এয়ার আলী রজবী,আবু সাকের তালুকদার,হাফেজ আলী হোছাইন,হাফেজ জাহাঙ্গীর আলম,রুহুল কাদের,কলিম উল্লাহ, মানিক তালুকদার,হাফেজ শফি উল্লাহ,হাফেজ জসিম উদ্দিন,এম. জাহাঙ্গীর আলম রেজভী,নাজিম উদ্দিন তালুকদার,মনির উদ্দিন,হাফেজ ইমতিয়াজ,আকরামুল হক ফয়সাল,এইচ.এম.ইকবাল,জিয়াউর রহমান,আশেক ইকবাল,মুহাম্মদ ফয়সাল,মহিউদ্দিন চৌধুরী,আহমদ উল্লাহ,মৌলানা নুরুল আজিম সিরাজী প্রমুখ ।

মনোনয়ন পত্র জমাদান কালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী এম. মহিউল আলম চৌধুরীর সাথে কর্মী সমর্থকেরা থাকলে জমাদান কালে তিন জন বাকীদের ভিতরে অবস্থান করতে দেয়নি নির্বাচন কর্মকর্তারা ।

উল্লেখ্য বাশঁখালী সহকারি রির্টারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও আজ মাত্র প্রথম মনোনয়ন দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী এম. মহিউল আলম চৌধুরী ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.