বাঁশখালীতে সন্ত্রাসী হামলার শিকার বিধবা

0

বাঁশখালী প্রতিনিধি,সিটিনিউজ :: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছে ভূতি রানী বড়ুয়া (৭৫) নামে এক বিধবা মহিলা।

এ ব্যাপারে বাঁশখালী থানায় হামলাকারী সুরঞ্জিত বড়ুয়া প্রঃ কালাধনসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার ভূতি রানী বড়ুয়ার বসত ভিটায় ঘেরাবেড়া দেওয়াকালে তারই প্রতিবেশী কালাধনসহ অন্যান্যরা বাঁধা ও বাড়ীতে ঢুকে হামলা ও ভাংচুর করে।

এ সময় ভূতি রানী বড়ুয়া তার মেয়ে সঞ্জু বড়ুয়াসহ আরো কয়েকজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ভূতি রানী বড়ুয়াকে বাঁশখালীতে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানায় সুরঞ্জিত বড়ুয়া প্রঃ কালাধন, রনতোষ বড়ুয়া , গোপন বালা বড়ুয়া, সুখু বড়ুয়াকে আসামী করে একটি মামলা (নং-১৯) দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বয়োবৃদ্ধ বিধবা মহিলা ভূতি রানীকে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান পরিচালনা করা হবে। 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.