বাংলাদেশের ইতিহাসে মুজিব নগর সরকারের অবদান অবিস্মরণীয়

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন মুজিব নগরে গঠিত সরকার মহান মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে শত্রুমুক্ত করেছিল। সে দিনটি ছিল একাত্তর সালের ১৭ এপ্রিল। তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদন্যতলার আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নিয়েছিলেন।

তারা সেদিন বাংলাদেশের স্বপক্ষে বহি:বিশ্বের সমর্থন আদায় সহ যুদ্ধ পরিচালনায় যে ভূমিকা রেখেছিলেন তারই বদৌলতে জাতির পিতার নেতৃত্বে সেদিন আমরা ৯ মাসের যুদ্ধে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম।

বর্তমানে জাতির পিতার কন্যার নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা সফল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিন গতকাল মঙ্গলবার পটিয়ায় মুজিব নগর দিবস উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগে পটিয়াস্থ সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের স ালণায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রবীন আ’লীগ নেতা সামশুদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগ নেতা আবদুল খালেক চেয়ারম্যান, পৌরসভা আ.লীগের সাধারন সম্পাদক আলমগীর আলম, মফজল আহমদ চৌধুরী, আজিমুল হক, এম. এজাজ চৌধুরী, মিজানুর রহমান, সালামত উল্লাহ মল্ল, রণবীর ঘোষ টুটুন, শাহীনুল ইসলাম শানু, ঋষি বিশ্বাস, মিহির চক্রবর্ত্তী, জিতেন কান্তি গুহ, বদিউল আলম তুষার, জিল্লুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(প্রেস বিজ্ঞপ্তি)

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.