বাঙালহালিয়া ঋষি আশ্রমে গীতাযজ্ঞ ও ধর্ম সম্মেলন

0

চট্টগ্রাম অফিসঃ রাঙ্গামাটির বাঙালহালিয়ায় সনাতন ঋষি আশ্রমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সনাতন গায়ত্রীযজ্ঞ ও সনাতন ধর্ম মহা সম্মেলন গত ৪ ও ৫ জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ সনাতন ঋষি মহারাজ।

ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর সদস্য হিন্দু মহাজোট জাগো হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাবু শ্রী মিলন কান্তি শর্মা, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রূপন কান্তি ধর, অধ্যাপক মিলন কান্তি দেবনাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সদর ঘাট থানা কমিটির সহ-সভাপতি বাবু পংকজ শীল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রী নির্মল শীল ও সজল দে সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বাবু মিলন শর্মা বলেন, সনাতন ধর্মের যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারী মঠ মন্দিরে হামলা, লুন্ঠন ও লাভ জিহাদ ঠেকাতে হিন্দু যুব সমাজকে গন জাগরণ সৃষ্টির আহবান জানান। একইদিন পূর্ব কোদালা রাঙ্গুনিয়ার শ্রী শ্রী ভূবনেশ্বরী মন্দিরে প্রস্তাবিত নাট মন্দিরের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ইউনেস্কোর সদস্য হিন্দু মহাজোট জাগো হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাবু শ্রী মিলন কান্তি শর্মা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.