বাশঁখালীতে মাষ্টার মিলন দাশ ফাউন্ডেশনের মেধা বৃত্তি সম্পন্ন

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীতে মাস্টার মিলন দাশ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অত্র সংগঠনের সভাপতি দোলন কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রায় ২শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম মোস্তাক আহমদ, মিলন কান্তি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নিল কন্ঠ দাশ, মিলন কান্তি ফাউন্ডেশনের শিক্ষা উপ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মাস্টার রাজ মোহাম্মদ আজাদ, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শংকর প্রশাদ দাশ, বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, এই বৃত্তি ঝড়ে পড়া এবং গরীব দুস্থ পরিবারের সন্তানদের বিদ্যালয় মুখী করে তোলে তাই বৃত্তির হার আরো বাড়ানোর দরকার। ১৪৫ জন কৃতি ছাত্র ছাত্রী দের ক্রেষ্ট ও বাংলা অভিধান. সার্টিফিকেট প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.