‘বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না’

0

সিটি নিউজ ডেস্ক :: ‘বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কি করে? এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।’

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) আগার গাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা ও সংসদে সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ। সকালে তার নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসেন।

এসময় সাংবাদিকদের ফিরোজ বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের জন্য কাজ করছেন। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। গেলো বুধবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে প্রার্থী চূড়ান্ত করা হয়। গণভবনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.