বেয়াগুন ভাওতাবাজি

0

কামরুল ইসলাম দুলুঃ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় প্রতিদিন দু’বার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এই সিডিএতে ইনকামট্যাক্স ভবন, কলেজ, হাসপাতালসহ কয়েকটি স্কুল, মাদ্রাসা, বাসাবাড়ীসহ ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান রয়েছে।

নগরীর অভিজাত এই এলাকার বাসিন্দারা এখন জোয়ার ভাটায় প্রতিদিনের কর্মসূচী নির্ধারণ করেন। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পার্শ্ববর্তী বেপারীপাড়া, ছোটপুল, বড়পুল, একসেস রোড ও হালিশহরের হাজার হাজার মানুষ এই জলমগ্ন দুর্ভোগের স্বপ্নের নগরীতে বসবাস করলেও এর কোন যেন প্রতিকার নেই।

বেপারীপাড়ার লাইল্যার মা বলে পরিচিত বিধবা বয়োবৃদ্ধ মহিলা বলেন, “এডে সরকার আছে বলি মনে ন’র, বেগগুনে লাহা মারে, কামের বেলায় নাই। বেয়াগুন বাজি ভাওতাবাজি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.