বোয়ালখালীতে প্রবাসীর বাড়িতে হামলা

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে নামের মিল থাকায় মো. ওয়াহিদুল আলম শাকিল (২০)নামের এক যুবককে ডেকে নিয়ে মারধরসহ বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করেছে দুবৃর্ত্তরা। আহত ওয়াহিদুল আলম শাকিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলার পূর্ব খিতাপচর মাবুদ কন্ট্রাক্টরের বাড়ীর মরহুম মো. আলীর বাড়িতে সোমবার (১ জানুয়ারী) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আহত শাকিলের ফুফাতো ভাই সাইফুল আলম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে থানার উপ-পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ বলেন, এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

শাকিলের ছোট চাচা মো. লোকমান জানান, সোমবার রাত ১১টার দিকে একটি ওরশের অনুষ্ঠান থেকে শাকিলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মারধর করে জবাই করে দেয়ার চেষ্টা চালায় স্থানীয় কয়েকজন যুবক। শাকিলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করতে গেলে রাত দেড়টার দিকে ওই যুবকরা বাড়িতে হামলা চালায়। এসময় তারা জানলার গ্লাস, শো কেস ও টিভি ভাঙ্গচুর করে।

তিনি জানান, এর আগে স্থানীয় মহিলা মেম্বারের ছেলের সাথে অন্য এক শাকিলের ঝামেলা হয়েছিল। এ নিয়ে নামের মিল থাকায় এ ঘটনা ঘটিয়েছে তারা।

শাকিল জানায়, আনোয়ারা উপজেলা পারকিরচর বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় ফিরে এসে ওরশে গেলে স্থানীয় সোহেল ও রিপন মোবাইলে কথা আছে বলে ডেকে নিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নীলুফা বেগম বলেন, শাকিল নামের এক ছেলেকে ওরশে মারধর করেছে বলে শুনেছি। তবে নামের মিল অমিলের বিষয়ে জানি না।

শাকিলের ফুফাতো ভাই সাইফুল আলম বলেন, শাকিলের পিতা মো. সেলিম বর্তমানে প্রবাসে রয়েছেন। এছাড়া তার অন্য দুইভাই প্রবাসী। এ ধরণের ঘটনায় প্রবাসী এ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.