বোয়ালখালীতে ভ্রাম্যমাণ ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটি নিউজ :: যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুবাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে উপজেলা পর্যায়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।

বোয়ালখালীতে মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। শুক্রবার ( ১ জুন) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ১৮-৩৫ বছর বয়সী এসএসসি পাস যুব মহিলা ও এইচএসসি পাস যুবকদের সমন্বয়ে ৪টি শিফটে ৪০জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

টেকাব প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবগণ চলমান (রাজস্ব) কর্মসূচি হতে “প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণার্থী” হিসেবে ঋণ গ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন মুখ্য কোর্স সমন্বয়কারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন উদ্দিন।

প্রশিক্ষক নিলাঞ্জন সরকার বলেন, ভ্যানের ধারণ ক্ষমতানুসারে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০জন করে ৪ শিফটে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একমাস ধরে এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান নিশ্চিত করা হবে।

এতে সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন মো. আলমগীর, কোর্স সমন্বয়কারী হিসেবে শাহাব উদ্দিন। সার্বিক সহযোগীতায় রয়েছেন মো. হোসাইন ও আতিকুর রহমান।

যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব আবুল হাছান খান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, এ জুন মাসে দেশের ৭টি বিভাগে ৭টি জেলার ৭টি উপজেলায় এ প্রশিক্ষণ একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তৎমধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা ২য় ভেন্যু হিসেবে রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.