ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার তাগিদ প্রধানমন্ত্রীর

0

সিটি নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার তাগিদ দিয়েছেন।

আজ শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)র কাছ থেকে অনুদান গ্রহণকালে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে সুদের হার কমানোর কথা বলতে চাই, না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়… এটিকে অবশ্যই সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে।’

‘সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে আপনারা লাভবান হবেন, এতে জনগণ ব্যাংকগুলোর সঙ্গে কাজ করতে অধিক আগ্রহী হবে।’

প্রধানমন্ত্রী সুদের হার কমিয়ে ব্যাংক কর্তৃপক্ষগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের উত্তাপিত সকল সমস্যার সমাধান করেছি, এখন আপনাদেরকে অঙ্গীকার পূরণ করতে হবে।’

বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও গণবভনের এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এর আগে, ২১শে আগস্টের গ্রেণেড হামলায় আহত এবং নিহতদের পরিবারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন, শেখ হাসিনা। প্রায় দেড় দশক আগের ভয়াবহ ওই গ্রেনেড হামলায় হতাহতরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা নিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আহত এবং নিহতের পরিবারের সদস্য মিলিয়ে মোট ১৪৪ জন চেক গ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.