ভোরের বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলজট

0

নিজস্ব প্রতিবেদক:: বুধবার মধ্যরাতে হালকা ও বৃহস্পতিবার ভোর থেকে হওয়া ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলগুলোতে জলজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ভাঙ্গা, খানা খন্দে ভরা রাস্তাগুলোতে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক স্থানে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে নয়টা পর্যন্ত এ তিন ঘন্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।কালবৈশাখী ঝড়ের কারণে এ ভারী বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী।
তিনি আরও জানান, শুক্রবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত থাকতে পারে। তবে কোন ধরণের সংকেত দেখানো হচ্ছে না।

বাতাস ও ঝড়ো হাওয়ার কারণে যানবাহন চলাচলে ভোরে ব্যাঘাত ঘটে।ইঞ্জিনে বৃস্টির পানি প্রবেশ করায় বেশ কিছু সিএনজি অটোরিক্সা  সকালে নগরীর বিভিন্ন সড়কে অচল হয়ে পড়ে থাকতে দেখা যায়। ভোরে ইপিজেডসহ নগরীর পোশাক কারখানার কর্মীদের যানবাহন পেতে বেশ ভোগান্তি ঘটে। অনেক কে বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে দেখা যায়।সিমেন্ট ক্রসিং মোড় হতে এয়ারপোর্ট রোডের প্রায় এক কিলোমিটার এলাকায় সড়কে পানি জমে থাকায় বিমান বন্দরগামী যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।  ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.