মনোবিজ্ঞানর উপর চর্চা বাড়াতে হবে সবাইকে

0

সাবিনা আক্তার,সিটি নিউজ :   চট্টগ্রাম কলেজ মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নজির আহমদ বলেন, মনোবিজ্ঞানের প্রতিটি শিক্ষার্থীদের তাদের অর্জিত শিক্ষাগুলো মানব কল্যাণে নিয়োজিত করতে পারলে দেশ ও জাতি তথা পরিবারের সকলে উন্নতি লাভ করবে। একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ হতে হলে আগে তাকে মানসিক সুস্থ হতে হবে। তাই মানসিক শিক্ষা মন দিয়েই শিখে মনোবিজ্ঞানর উপর চর্চা বাড়াতে হবে। তবেই মনোবিজ্ঞানের শিক্ষকদের পরিশ্রম কাজে আসবে।

বুধবার ১০ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম কলেজ মনোবিজ্ঞান প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্দ্যেগে চট্টগ্রাম কলেজ এর মনোবিজ্ঞান বিভাগের মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এর আলোচনা সভা ও মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নজির আহমদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী অতিথির বক্তব্য এ আশাবাদগুলো ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু তাহের। পরিষদের আহবায়ক ড. মোঃ মোজাহেরুল আলম এর সঞ্চালনায়, যুগ্ম আহবায়ক ডা. মোঃ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুর নবী। এতে আরো বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ছৈয়দা বদরুননেসা, মোঃ দিদারুল আলাম, উম্মে সালমা, মোঃ কাউসার, অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ রফিক প্রমুখ। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.