মহাসচিব থেকে এপিএস

0

সিটি নিউজ ডেস্কঃ মহাসচিব থেকে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির সদ্য মহাসচিব পদ হারানো প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিকে এবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন।

এদিকে ঋণখেলাপির অভিযোগে প্রার্থীতাও বাতিল হয়েছে এ বি এম রুহুল আমিন হাওলাদারের। মনোনয়ন বানিজ্যের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাপা।

ঠিক এমন মুহুর্তে সাংগঠনিক নির্দেশ অনুযায়ী হাওলাদারকে পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই সিদ্ধান্তে হাওলাদারের পদমর্যাদা ঠিক করা হয়েছে পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থানে। যা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.