মহিউদ্দিন চৌধুরী’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0

চট্টগ্রাম :  মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র মৃত্যুতে ৩ দিনের শোক দিবস অনুষ্ঠানের প্রথম দিন আজ বাদ আছর মুসাফিরখানা জামে মসজিদে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের হোসেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এম.এ. রশিদ, কোষাধ্যক্ষ ও সিডিএ এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম, আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ হোসেন, আবদুল আহাদ, জালাল উদ্দিন ইকবাল, আবু তাহের, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, হাজী শহিদুল আলম, নির্বাহী সদস্য এম.এ. জাফর, মো: ইয়াকুব, মো: আবুল মনসুর, গাজী শফিউল আজিম, নজরুল ইসলাম বাহাদুর, সৈয়দ আমিনুল হক, হাজী দোস্ত মোহাম্মদ, মোহব্বত আলী খান, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, নেছার উদ্দিন আহমেদ মনজু, নুরুল আবছার মিয়া, মোরশেদ আকতার চৌধুরী, মো: জাবেদ, থানা আওয়ামীলীগের আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ, সিদ্দিক আলম, মহানগর যুবলীগের মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন খোকা, স্বেচ্ছাসেবক লীগের এ এইচ এম জিয়াউদ্দিন, কে বি এম শাহজাহান, মহানগর যুবলীগের ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন প্রমুখ।

এছাড়া আগামীকাল সকালে মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র কুলখানী অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা আজ সকালে মরহুমের চশমা হিলস্থ বাস ভবনে অনুষ্ঠিত হয়। আরো ১৪টি কমিউনিটি সেন্টারে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং কুলখানী আয়োজনকে সার্থক করে তুলতে সংগঠনের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন সক্রিয় ভাবে দিকনির্দেশনা দেন। তাদের স্বীয় দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র জৈষ্ঠ্য পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামীকাল বাবার কুলখানী একটি পারিবারিক অনুষ্ঠান হলেও তাঁর সতীর্থ রাজনৈতিক সাথী ও সহকর্মীদের নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এ ধর্মীয় আনুষ্ঠানিকতাকে সফল ও সার্থক করে তুলতে অনুরোধ রইল। তিনি তাঁর বাবার জানাজায় শরিক হওয়ায় নগরবাসীদের প্রতি কৃতজ্ঞতা এবং জানাজা অনুষ্ঠানে সহায়তার জন্য প্রশাসন ও পুলিশ বাহিনীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সোমবার ১৮ ডিসেম্বর মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র কুলখালীন। কুলখানী উপলক্ষে দি কিং অব চিটাগং কনভেনশন হলে সকাল ৯টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুর ১২টায় কুলখানী অনুষ্ঠিত হবে। মরহুমের চশমা হিলস্থ বাসভবনে মহিলাদের জন্য, গরিব উল্লাহ শাহ্ মাজার সম্মুখে কে স্কয়ারে, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড, ১৪নং লালখান বাজার ওয়ার্ড, চকবাজারস্থ কিশালয় ক্লাবে, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ১৬নং চকবাজার ওয়ার্ড, ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড, পাঁচলাইশস্থ সুইচ পার্কে, ১নং দক্ষিণ পাহাড়তলী, ২নং জালালাবাদ ওয়ার্ড, লাভ লেইনস্থ স্মরণিকা ক্লাব, ২৯নং পশ্চিম মাদারবাড়ী, ৩০নং পূর্ব মাদারবাড়ী, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গিবাজার, ৩৪নং পাথরঘাটা, ২২ এনায়েত বাজার, মুরাদপুরস্থ এন মো: কনভেনশন সেন্টার, ৮নং শুলকবহর, ৪২নং নাসিরাবাদ, ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড, কালামিয়া বাজারস্থ কে বি কনভেনশন হল, ৬নং পূর্ব ষোলশহর, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং পূর্ব বাকলিয়া, ১৯নং দক্ষিণ বাকলিয়া, ৩৫নং বক্সিরহাট, কাজির দেউরীস্থ ভি আই ব্যাংকুইটে, ২১নং জামালখান, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড আংশিক পলোগ্রাউন্ড, আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ, ২৩নং উল্টর পাঠানটুলী, ২৪নং উত্তর আগ্রাবাদ, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ, ২৮নং পাঠানটুলী, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড, বড়পোলস্থ কিংস পার্ক, ২৬নং উত্তর হালিশহর, ৩৭নং মুনিরনগর ওয়ার্ড, পোর্ট কানেকটিং রোডস্থ সাগরিকা কমিউনিটি সেন্টার, ৯নং উত্তর পাহাড়তলী, ১০নং উত্তর কাট্টলী, ১১নং দক্ষিণ কাট্টলী, ১২নং সরাইপাড়া, ২৫নং রামপুর ওয়ার্ড, স্টীল মিলস্থ মুনভিউ কমিউনিটি সেন্টার, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর, ৩৯নং দক্ষিণ হালিশহর, ৪০নং উত্তর পতেঙ্গা, ৪১নং দক্ষিণ পতেঙ্গা, ৪৪নং পূর্ব হালিশহর ওয়ার্ড, বহদ্দারহাট মৌলভী পুকুর পাড়স্থ চান্দগাঁও কমিউনিটি সেন্টার, ৩নং পাঁচলাইশ, ৪নং চান্দগাঁও এবং ৫নং মোহরা ওয়ার্ড, আসকার দিঘীর পাড়স্থ রীমা কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আগামীকাল মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র কুলখানী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নগরবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.