মির্জাপুর দরবার শরীফের মির্জাপুরী’র জানাযা সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি :   হাটহাজারীস্থ মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন বিশ্বঅলি শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর একনিষ্ট আশেকে ভাণ্ডারী, শাহ আমানত আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী খানকা শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মছিহ উল করিম মির্জাপুরী (ম.জি.আ) ১৪ মে ২০১৭ রবিবার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্ন……… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি এক পুত্র, স্ত্রী ও অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। ১৫ মে ২০১৭ সোমবার হাটহাজারীস্থ সরকারহাট মির্জাপুর দরবার শরীফের শাহী ময়দানে মরহুমের নামাযের জানাযা বাদে আসর বিশ্বঅলি হযরত শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজা শরীফের খাদেম হাফেজ আবুল কালামের সদরতে অনুষ্ঠিত হয়।

উক্ত জানাযা অ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভান্ডার শরীফ গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলা হুজুর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী, শাহাজাদা সৈয়দ লুৎফুল হক, শাহাজাদা মোজাম্মেল হক, শাহাজাদা সৈয়দ আবু তালেব, শাহাজাদা সৈয়দ জহুরুল কাদের আজাদ, শাহাজাদা সৈয়দ শাহাদাত, শাহাজাদা সৈয়দ মোকাম্মেল হক, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর জামান সিআইপি, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার, মাওলানা মোনাব্বের, মোছাহেব উদ্দিন বখতেয়ার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মালেক নুরী, সৈয়দ ফরিদ উদ্দিন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য মোঃ সামসুল আলম, মীর মোহাম্মদ অলিউল্লাহ, শাহেদ আলী চৌধুরী, হাফেজ আবুল কাসেম, হানিফ মেম্বার, আবুল হোসেন রুমি, মোঃ সাইফুল, মোহাম্মদ মইনুদ্দিন ইমন, আলহাজ্ব মীর কামাল উদ্দিন, ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদেপাক, হযরত পানি শাহ (র.) দরবারের আওলাদেপাক, হযরত হারুন শাহ মাইজভাণ্ডারীর আওলাদেপাক, মির্জাপুর দরবারের আওলাদেপাক, হযরত শাহজাহান শাহ দরবার শরীফের আওলাদেপাক, আল্লামা ফরহাদাবাদ একাডেমী, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের কর্মকর্তাবৃন্দ, মাইজভাণ্ডারী একাডেমী, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি মহানগর শাখা, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ফটিকছড়ির সমন্বয়, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি হাটহাজারী সমন্বয়, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান সমন্বয়, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাঙ্গুনিয়া সমন্বয়, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা, আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী ১৬নং শাহ আমানত মির্জাপুরী খানকা শরীফের পরিচালনা পর্ষদ, মির্জাপুর দরবার শরীফের আওলাদে পাক। আশেকানে গাউছিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখা ফটিকছড়ি, আশেকানে গাউছিয়া হক ভান্ডারী নানুপুর শাখা, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কদমতলী শাখা, ফটিকছড়ি শাখা, মির্জাপুর শাখা, হারুয়ালছড়ি ১ শাখা, দক্ষিণ পাইন্দং শাখা, হারুয়ালছড়ি ২ শাখা, মানবকল্যাণ সংস্থা ফটিকছড়ি, ফরিদ মাস্টারের পরিবারবৃন্দ, উত্তর মন্দাকিনি শাখা, ধলই শাখা, রসুল খাইমা শাখা, আবু দুবাই, বাহারাইন শাখা, রেলওয়ে পাহাড়তলী শাখা, রাহাত্তারপুল কবরস্থান শাখা, তালুকদার বাড়ি শাখা, গোপালঘাটা শাখা, আজাদী বাজার শাখা, মতি ভান্ডার শাখা, পূর্ব ফরহাদাবাদ শাখা, শ্বেত কুয়া শাখা, শাহ চৌমুহনী শাখা, ফিদায়ে গাউছুল আজম শাখা, মির্জাপুর দায়রা শাখা, পশ্চিম ধলই শাখা, পেশকারহাট শাখা, জ্যোতি ফোরাম, বাংলাদেশ ছাত্রসেনা, সুর্যগিরি আশ্রম শাখা, আঞ্জুমানে মোত্তাবেয়িনে শাখা, শাহ এমদাদিয়া মির্জাপুর শাখা প্রায় জানাযায় অংশগ্রহণ করেন ১০ হাজারেরও অধিক মানুষ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.