মির্জা গালিবের জন্মবার্ষিকীতে গুগলের ডুডল

0

সিটিনিউজ ডেস্ক :: বিখ্যাত কবি মির্জা গালিবের আজ২২০তম জন্মবার্ষিকী।মুঘল আমলে উর্দু ও পারসি ভাষার বিখ্যাত কবি মির্জা গালিব যার আসল নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান। বিখ্যাত এই কবির জন্ম ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর। বিখ্যাত এই কবির জন্মবার্ষিকী উদযাপন করেছে গুগল ডুডলও।

মির্জা গালিব ১১ বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। মাতৃভাষা উর্দু হলেও তিনি তুর্কি, পারসি ভাষাতেও সমান দক্ষ ছিলেন। তবে পারসি ভাষায় অবদানের চেয়ে উর্দু গজলের জন্যই মির্জা গালিব বেশি জনপ্রিয়।

তৎকালীন উচ্চবিত্ত মুসলিম সমাজের রীতি মেনে ১৩ বছর বয়সে বিয়ে করেছিলেন মির্জা গালিব। তার কবিতার মূল আদর্শ হলো, জীবন হচ্ছে ক্রমাগত বেদনাদায়ক সংগ্রাম যা জীবনের সাথেই শেষ হয়।

মুঘল সাম্রাজ্যের পতনের সময়টাতে জীবনযাপনের ক্ষেত্রে বেশ কষ্টে ছিলেন মির্জা গালিব। ১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি জীবনাবসান ঘরে মির্জা গালিবের। পুরনো দিল্লির যে বাড়িতে তার মৃত্যু হয় সেটি এখন গালিব মেমোরিয়ালে রুপান্তরিত হয়েছে, এটি গালিব কি হাভেলি হিসেবেও পরিচিত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.