যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ

0

সিটি নিউজ ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মুহাম্মেদ বিন সালমানের জড়িত থাকার বিষয়ে যখন সবাই সন্দেহ করছে তখনও তাকে প্রশ্রয় দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। এই মার্কিন নীতি নিয়ে নানা সমালোচনার মধ্যেও সোমবার সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন সে দেশের অর্থমন্ত্রী।

সোমাবার জার্মানির মিউনিখে সৌদি যুবরাজ মুহাম্মেদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন।

এ সম্পর্কে সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম জানায়, বৈঠকে অর্থনীতি, সন্ত্রাসবাদ ও খাশোগির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

সৌদি সংবাদ মাধ্যম আরো বলছে, দুই নেতা ‘সৌদি-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের’ ওপর জোর দিয়েছেন।

খাশোগি হত্যার জের ধরে পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা যখন সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষনা দিচ্ছেন তখনও দেশটির সঙ্গে দহরম মহরম অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

গত ২ অক্টোবর তালাক সংক্রান্ত কাগজপত্র আনতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান জামাল খাশোগি। এরপর তাকে আর দেখা যায়নি। ওই কনস্যুলেটের অভ্যন্তরেই তাকে খুন করা হয়। এ হত্যার কথা স্বীকার করেছে রিয়াদ। তারা বলছে, একটি ‘রাফ অপারেশনে’ ‘নিহত’ হয়েছেন খাশোগি। এর আগে কনস্যুলেটের কর্মকর্তারা বলেছিলেন, খাশোগি সেখান থেকে বেরিয়ে গেছেন।

সৌদি সরকার খাশোগির হত্যার কথা স্বীকার করলেও তার লাশ কোথায় আছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।

সূত্র: বিবিসি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.