রাউজানে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

0

এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজানের বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভ্রামনহাট খালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ।

আজ শুক্রবার (২৫ মে) সকাল সাড়ে ৬ টায় ঐ খালে হাত জাল দিয়ে মাছ ধরার সময় স্থানীয় জেলে শীব চরনের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এ মাছটি।

২৬ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের পশ্চিমে খালে মাছটি ধরা পড়লেও মাছটি পরে পাঁচখাইনের একটি পুকুরে অবমুক্ত করেন রাউজান থানা ছাত্রলীগ (দক্ষিণ) এর যুগ্ন সাধারন সম্পাদক রুবেল বৈদ্য।

তিনি জানান মাছটি বিরল তবে মাছটি সাদা-কালো রঙ্গের মিশ্রিত।মাছটির দৈর্ঘ ১৪/১৫ ইি  ও ওজন প্রায় ৭০০ গ্রামের মতন হবে। মাছটি দেখতে খুবই সুন্দর।

স্থানীয়রা জানান, ঐ ভ্রামনহাট খালের সাথে কর্ণফূলী নদীর সাথে সংযোগ, হতে পারে সাগরের বিরল প্রজাতির মাছগুলো কর্ণফূলী নদী হয়ে ছোট খালে এসে থাকতে পারে।

এর আগেও হালদা ঘেষা নোয়াপাড়ার একটি পুকুরে ও পৌরসভার বেরুলীয়া খালে বিরল প্রজাতির মাছ হাত জালে ধরা পড়ে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.