রাউজানে যুবলীগ নেতা রাজুকে কুপিয়ে জখম 

0

নেজাম উদ্দিন রানা, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে হাসান মুরাদ রাজু (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে একদল দুষ্কৃতকারী। আজ সোমবার (১৩ আগস্ট ) বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। রাজু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার উপজেলা সদরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের ব্যানার নিয়ে মোটর সাইকেল নিয়ে হলদিয়ার আমিরহাটে ফেরার সময় দোস্ত মোহাম্মদ সড়কের নিরিয়ার টেক নামক স্থানে যুবলীগ নেতা রাজুকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ৩টি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন অস্ত্রধারী দুষ্কৃতকারী।

এ সময় তাদের একজন রাজুকে গুলি করার সময় গুলি আটকে গেলে কিরিচ দিয়ে তাকে কোপাতে থাকেন। পরে রাজুর আর্তচিৎকার শুণে স্থানীয় লোকজন ছুটে আসলে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম রাজুকে উদ্ধার করে নিজ গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ সময় যুবলীগ নেতা রাজুর উপর হামলার খবর শুণে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজসহ শতাধিক নেতাকর্মী রাজুকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমান।

রাউজানের ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জানান, হাছান মুরাদ রাজু উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এবং হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাসান মুরাদ রাজু স্থানীয় সাংবাদিকদের জানান, হামলাকারীদের মধ্যে সুমন ও জাহাঙ্গীর নামক দুইজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। দুইজনই ইয়াবা ব্যাবসার সাথে জড়িত। তাদের একজন সুমন বিগত তিন মাস পূর্বে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ জানান, আহত যুবলীগ নেতা রাজু এখনো চিকিৎসাধিন রয়েছেন। সে হামলাকারী কয়েকজনকে চিনতে পেরেছে। এখনও কোন মামলা হয় নি। তবে আমরা সন্ত্রাসীদের ধরতে কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.