রাউজানে হচ্ছে আইটি ভিলেজ ও পার্কঃ ফজলে করিম এমপি

0

সিটি নিউজ, রাউজানঃ রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বে রোল মডেল।

এই রোল মডেল হিসেবে দেশের মধ্য আমরাই এখন এগিয়ে আছি। আমাদের এই অগ্রযাত্রা দেশের অন্যান্য উপজেলার চেয়ে অনেকগুন অনেকাংশ বেশি। আর এটি সম্ভব হয়েছে সাংবাদিকসহ রাউজানবাসির সহযোগিতায়। কারন রাউজান এখন শিক্ষা ক্ষেত্রে স্কুল ফিডিং কার্যক্রম, আধুনিকায়ন, বৃক্ষরোপণে রাউজান উপজেলা দেশসেরা, মাল্ডিমিডিয়াতেও এ উপজেলার শিক্ষক দেশ সেরা, সেরা বিদ্যালয় সভাপতিসহ নানা ক্ষেত্রে আমাদের এ অগ্রযাত্রা এখন দেশের মধ্য মডেল হিসেবে পরিনত হয়েছে। ৎ

হয়েছে শতভাগ বিদ্যুতায়িত এলাকা, হচ্ছে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান আইটি ভিলেজ, আইটি পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ নানা কিছু প্রকল্ল। ইতোমধ্য বাস্তবায়িত হয়েছে শতশত প্রকল্প। যা রাউজানকে এগিয়ে নিয়েছে অনেকদুর। এই ধারাবাহিকরা অব্যাহত থাকলে জননেত্রী শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে রাউজান হবে দেশের অন্যতম অগ্রগামি উপজেলা।

তিনি গত শনিবার সন্ধ্যায় নগরীর দি কিং অব চিটাগাং এ রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি এম. বেলাল উদ্দিন, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক এম. নেজাম উদ্দিন রানা, এস.এম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন, এম.রমজান আলী প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.