রাউজানে ২ মাদক ব্যাবসায়ী আটক

0

নেজাম উদ্দিন রানা :: রাউজান থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। রাউজান থানার উপ পরিদর্শক (এস.আই) সাইমুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

আটককৃত দুই মাদক ব্যাবসায়ী হলেন আবু বক্কর ছিদ্দিক (১৯) পিতা মোঃ বাবুল, মোঃ রুবেল, পিতাঃ নুরুল আলম। উভয়ের বাড়ি হাটহাজারীর দক্ষিণ মেখল ইউনিয়নের  মংগাজী তালুকদার বাড়ি।

এসআই সাইমুল ইসলাম জানান, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পথ ধরে শহরমূখী একটি সিএনজি অটো রিক্সাতে করে বিক্রির উদ্দেশ্যে বেশ কিছু চোলাইমদ নিয়ে যাওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পেয়ে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ’র নির্দেশে সড়কে চেকপোস্ট বসান এসআই সাইমুলের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি টিম।

মঙ্গলবার (৫ জুন) ভোররাত ছয়টার দিকে চোলাইমদভর্তি সিএনজি অটো রিক্সাটিকে (রেজি: নং চট্টগ্রাম-থ-১১-৪০৯৮ ) থামানোর চেষ্টাকালে গাড়ীর ভেতর থাকা দুই মাদক ব্যাবসায়ী পালানোর চেষ্টা করেন।

এসময় পুলিশ তাদের ধৃত করেন। সিএনজি ট্যাক্সি তল্লাশির সময় গাড়ীর পেছনের ইঞ্জিন বক্সের ভেরতে তিনটি সাদা বস্তায় রাখা স্যালাইনের প্যাকেটভর্তি চল্লিশ প্যাকেট দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এ সময় পুলিশ চোলাইমদসহ সিএনজি ট্যাক্সিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আটককৃত দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে। এনডিটিভি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.