রাঙামাটির শহর জুড়ে ত্রিপিটক মোটর শোভাযাত্রা

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি :: আগামী ৮ জানুয়ারি পরমপূজ্য শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র ৯৯ তম জন্মদিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করেছে বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকাবৃন্দ। ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত নানান কর্মসূচি পালন করছে তারা। তারই ধারাবাহিকতায় বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাঙামাটি রাজবন বিহার থেকে ত্রিপিটক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বৌদ্ধ ধর্ম’র পবিত্র ধর্মগ্রন্থ এই ‘ত্রিপিটক’ শহরের সড়কে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সহ সারা বিশে^র শান্তি ও মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বিরা।

মোটর শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার ও বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বিরা অংশগ্রহন করেন। সকলে ‘বুদ্ধ কি জয়-ধর্ম কি জয়-বনভান্তে কি জয়’ রবে মুখর করে তুলে রাঙামাটি শহরকে।

উপাসক-উপাসিকার সূত্রে জানা যায়, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের এই মহান পুরুষ বনভান্তের ৯৯তম জন্মদিবস আগামী ৮ জানুয়ারি শেষ হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.