রাঙ্গুনিয়ায় ছালে-মল্লিক ফাউন্ডেশনের ঢেউটিন ও ছাগল বিতরণ

0

জুবায়ের সিদ্দিকী : রাঙ্গুনিয়ায় পাহাড় ধস ও বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ করেছে ছালে–মল্লিক ফাউন্ডেশন। ২৯ জুন রাজানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাহাড় ধসে নিহত ৮ পরিবারের মাঝে একটি করে ছাগল ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩৫ বান ঢেউটিন বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কেন্দ্রীয় বিএমএ নেতা ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ সেলিম।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, আবু তাহের তালুকদার, নাছির উদ্দিন রিয়াজ, হেলাল তালুকদার, মাহবুবুল আলম মেম্বার, মমতাজুল ইসলাম কুসুম, ইউপি সদস্য আবু জাফর তালুকদার, আব্দুল বারেক, ওমান বঙ্গবন্ধু পরিষদ নেতা মো. মুছা, ওমান সুহার আওয়ামীলীগ নেতা মো. জাহেদ, ছাত্রলীগ নেতা নুরুল আলম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, সোহেল বিন জব্বার, ওমর ফারুক, মো. আবিদ, নুরুল ইসলাম, মো. শাহেদ, মো. মিজান, মো. জিকু, মো. রফু, মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.