রামগড়ে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

0

শ্যামল রুদ্র, রামগড় :: খাগড়াছড়ির রামগড়ে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, আওয়ামীলীগ শান্তি-সম্প্রীতি উন্নয়নের রাজনীতি করে আর বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও এর রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘর-বাড়ি ছাড়া হয় কিন্তু আওয়ামীলীগ তা করেনি।

উন্নয়ন শান্তি-সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগের সর্মথন চেয়ে প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা চালু রাখতে আবারো আওয়ামীলীগের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় প্রশিক্ষীত যুবক-যুবতীদের আত্ম কর্মসংস্থানের মাধ্যমে সরকার দেশকে এগিয়ে নিচ্ছেন এজন্য আবারো সুযোগ দিন। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিজয় ভাস্কার্য প্রাঙ্গনে উপজেলা সমন্বিত সমাজ উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমানের স ালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য এ কে এম আলীম উল্লাহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, রামগড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী, খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, যুবলীগ নেতা বিশ্ব ত্রিপুরা প্রমুখ।

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বে রামগড় উপজেলার ১৭৬ জন সফল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ১৮ সদস্যদের কমিটির মাধ্যমে গত ৬ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, কৃষি, দুর্যোগসহ ১০টি মৌলিক বিষয়ের উপর তাদের তিনমাস ব্যাপি মৌলিক প্রশিক্ষন দেয়া হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্য রামগড়ের গর্জনতলী জামে সমজিদ, জগন্নাথপাড়া ব্রিজ ও রামগড় লেকে উম্মুক্ত ম  নির্মাণের ভিক্তি প্রস্থর উদ্বোধন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.