‘রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো না হওয়ার নির্দেশ’

0

সিটি নিউজ ডেস্ক :: ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো না হওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নির্দেশনার কথা জানান। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোথায় মিছিল-সমাবেশ না করতে দেওয়ার কথাও বলেন তিনি।

সোমবার (৬ আগস্ট) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি এ নির্দেশ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো হতে দেওয়া যাবে না। তিনজনের বেশি জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেবে। প্রয়োজনে বলপ্রয়োগ করবে, কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয়।

এসময় অবশ্য সংবাদপত্রের খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ যেন না করে সেই নির্দেশনাও দেন তিনি। বলেছেন, পুলিশ যেন তার আত্মরক্ষার আইন যথাযথভাবে প্রয়োগ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.