রোসাংগীরিতে গ্রাম অাদালত সেবার সচেতনতা র‍্যালি

0

নিজস্ব প্রতিবেদক: ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম অাদালতে’ এই স্লোগানকে সামনে রেখে

ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদের অায়োজনে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম অাদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়) এর অধীনে ‘গ্রাম অাদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‍্যালি ও সভা গতকাল বৃহস্পতিবার সকালে

অাজিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। র‍্যালিটি অাজিমনগর উচ্চ বিদ্যালয় মাঠ হতে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর রোসাংগিরী ফারুক চেয়ারম্যান সড়ক সংলগ্ন এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। রোসাংগিরী ইউ.পি চেয়ারম্যান সোয়েব অাল সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা

পরিষদের চেয়ারম্যান এম.তৌহিদুল অালম বাবু। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা অাওয়ামীলীগ নেতা এইচ.এম অাবু তৈয়ব, সাবেক ছাত্রনেতা অাব্দুল কুদ্দুস। এতে অন্যান্যের মধ্যে কৃষকলীগ নেতা নুর হোসেন, নুরুল অামিন, যুবলীগ নেতা হাসান, রাসেল, মাসুদ পারভেছ, প্যানেল চেয়ারম্যান সেলিম, ইউনিয়ন পরিষদের সচিব জাকারিয়া সিকদার, বিভিন্ন ওয়ার্ডের ইউ.পি সদস্য, সর্বস্তরের জনসাধারণ সহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, ‘গ্রাম অাদালতে বিরোধ নিষ্পত্তি হলে স্থানীয় পর্যায়ে সামাজিক শান্তি, হৃদ্যতা ও সহমর্মিতা বজায় থাকবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.