রোহিঙ্গাদের কানাডায় স্থানান্তরে নিশ্চুপ বাংলাদেশ: রয়টার্স

0

এদেশে আশ্রিত রোহিঙ্গাদের কিছু অংশ কানাডায় স্থানান্তরের প্রস্তাবে দীর্ঘ সময় পেরুলেও বাংলাদেশ থেকে কোন সাড়া না মেলার অভিযোগ উঠেছে। এদিকে, জাতিসংঘের অভিযোগ আবারো ভিনদেশে যাবার চেষ্টা শুরু করেছে রোহিঙ্গারা। আন্তর্জাতিক গণমাধ্যম-রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

তিনি জানান, চলতি বছরের মে মাসে ঢাকা অনুষ্ঠিত ওআইসি সম্মেলন এবং বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সাথে একাধিক বৈঠকে রোহিঙ্গাদের কিছু অংশ কানাডায় স্থানান্তরের প্রস্তাব দেয়া হয়। ধর্ষিত নারীদের অগ্রাধিকার ভিত্তিকে নেয়ার আগ্রহ জানিয়েছিলেন কানাডার পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

এরপর ছয় মাস পেরুলেও বাংলাদেশ থেকে আশানুরুপ সাড়া না পাওয়ার কথাও জানান তিনি। এদিকে, রোহিঙ্গারা বাংলাদেশ ও মিয়ানমার থেকে আবারো ভিনদেশে যাবার চেষ্টা শুরু করেছে। সম্প্রতি মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দেয়া নৌযান থেকে তেত্রিশ জন রোহিঙ্গাকে আটকের পর এই তথ্য জানিয়েছে বাংলাদেশের কোস্টগার্ড। মিয়ানমারেও এই প্রবণতা শুরুর তথ্য দিয়েছে সেখানে তৎপর জাতিসংঘ শরণার্থী সংস্থা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.