শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী শুক্র ও শনিবার

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজকরা নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী,উদ্বোধনী অনুষ্ঠান,কেক কাটা,সম্মাননা প্রদান,মুক্তিযোদ্ধা সংবর্ধনা,আলোচনা সভা,র‌্যাফল ড্র,পুরস্কার বিতরণ, স্মৃতিচারণ,মোড়ক উম্মোচন,প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার সকাল ৯টায় প্রথম অধিবেশনে বর্ণাঢ্য র‌্যালীসহ সুবর্ণ প্রভাতের উদ্বোধন করবেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন। বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। এতে প্রধান আলোচক থাকবেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি থের,আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু,সাদমুছা গ্রুপের এমডি মুহাম্মদ মহসীন চৌধুরী,জেলা পরিষদ সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী,ক্লিপটন গ্রুপের নির্বাহী পরিচালক এডিএম মহিউদ্দিন চৌধুরী,ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী,দৈনিক আজাদীর বার্তা সম্পাদক একেএম জহুরুল ইসলাম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।

সন্ধ্যায় তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.শিরিন আখতার। দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল ১০টায়। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চবির অধ্যাপক ড.শওকতুল মেহের,চবির সিনেট সদস্য প্রফেসর মাঈনুল হাসান চৌধুরী,অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী। বেলা আড়াইটায় দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী,ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রদীপ কুমার দাশ,আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড.মো.সেলিম রেজা। সন্ধ্যায় তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি থাকবেন ফরিদ উদ্দিন খালেদ,অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব,ইঞ্জি.আবুল কালাম,মোহাম্মদ ওসমান গনী প্রমুখ।

এ উপলক্ষে বুধবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদ। সম্মেলনে দুদিন ব্যাপী অনুষ্ঠানের নানা আয়োজন নিয়ে লিখিত সংবাদ পাঠ করেন সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রশিদ আহমদ,পরিষদের সচিব মো.আমিরুজ্জমান,যুগ্ম আহবায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী,অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব,পরিষদের যুগ্ম আহবায়ক আজিজুল হক নসু,যুগ্ম সচিব আশেক উল্লাহ টুকু,খোরশেদ আলম,আবুল ফরহাদ,আবু মুছা চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.