শাহজালালে যাত্রীর জাঙ্গিয়ায় মিলল সোয়া ৪ কেজি সোনা

0

সিটি নিউজ ডেস্কঃ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস থেকে ৪ কেজি ২৮৬ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত ৪৩টি সোনার বারের বাজারমূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মো. আনোয়ার হোসেন সোমবার রাতে সিঙ্গাপুর থেকে SQ446 ফ্লাইটে বিমানবন্দরে নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করলে তার জাঙ্গিয়া (অন্তর্বাস) ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৩টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ২৮৬ গ্রাম।

শুল্ক গোয়েন্দা সুত্র জানায়, আটক আনোয়ার হোসেন এই জানুয়ারিতে দুই বার ঢাকা-সিঙ্গাপুর যাতায়াত করেছেন।গতবছর তিনি ৫ বার বিদেশে যাওয়া আসা করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি একজন লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন বলে জানান মইনুল।

এ স্বর্ণ রেজাউল নামের এক ব্যক্তির বলে আটক যাত্রী আনোয়ার হোসেন দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াতের টিকেট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এ সোনা বহন করছিলেন। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.