শুক্রবার নিউমার্কেট খোলা রাখার সিদ্ধান্তে ভাংচুর

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম নগরীর নিউমার্কেট বিপণিবতান শুক্রবার খোলা রাখার সিদ্ধান্তে উত্তেজিত শ্রমিক-কর্মচারীরা মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির কার্যালয় ভাংচুর করেছে।

আক বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

শ্রমিক-কর্মচারীরা জানান, ঈদকে সামনে রেখে অনেক আগে থেকে শুক্রবার বিপণিবিতান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সগির জানান, ‘কর্মচারীরা আমাদের ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাংচুর করেছে। যেহেতু রমজান মাস তাই আগামীকাল শুক্রবার দোকান খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মার্কেটের কিছু কর্মচারী আমাদের ব্যবসায়ী সমিতিতে অতর্কিত হামলা করেছে। আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।’

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘ছুটি নিয়ে দোকান মালিক ও কর্মচারীর মধ্যে বিরোধের জের ধরে ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাংচুর হয়েছে। দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.