সম্প্রীতির ভীত মজবুত করবে নবান্ন

0

বান্দরবান : “নবান্ন আমাদের প্রাণের উৎসব, সম্পীতির ভীত মজবুত করবে এ উৎসব। হারিয়ে যাওয়া পিঠা-পুলির দিন ফিরিয়ে আনতে সরকার নবান্ন উৎসবকে রাষ্ট্রীয় ভাবে পালন করছে। নবান্ন আজ রাষ্ট্রীয় উৎসব”।

আজ রবিবার(৪ জানুয়ারি) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত নবান্ন উৎসব ১৪২৪ উদযাপন, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি আলোচনা পর্বে আরো বলেন, সরকার বাঙালীর কৃষ্টি, কালচার সংরক্ষণের পাশাপাশি প্রাণের উৎসব গুলো রাষ্ট্রীয় ভাবে পালন করছে”।

শুভেচ্ছা বক্তব্যে আয়োজক জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, সরকারের আন্তরিকতায় গ্রামীণ বাংলার উৎসব গুলো রাষ্ট্রীয় উৎসবে রুপ নিচ্ছে। নতুন চালের পিঠার ঘ্রাণ, গ্রামীণ উৎসব গুলো আমাদের ছোট্ট বেলার কৈশরতাকে মনে করিয়ে দেয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ও বান্দরবান জেলা মহিলা চেম্বারর্স সভানেত্রী ডনাই প্রু নেলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ জেলা প্রশানসের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক দলের সদস্য এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.