সরকার গণতান্ত্রিক আন্দোলনের সকল পথ রুদ্ধ করেছে- সাকিলা ফারজানা

0

সিটিনিউজবিডি :   উত্তর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, ‘স্বৈরাচারী সরকার দেশে গণতান্ত্রিক আন্দোলনের সকল পথ রুদ্ধ করেছে। দেশে গণতন্ত্র নেই, নেই মানুষের বাক স্বাধীনতা। এই যেন পুরনো বাকশালের নতুন রূপ। ১৯৭২-৭৫ আর ২০০৯-১৬ এর মধ্যে কোন পার্থক্য নেই। বিএনপি তাদের কোন কর্মসূচী পালন করতে পারে না। কোন অনুষ্ঠান করতে গেলে নিরাপত্তার অজুহাতে অনুমতি দেয়া হয় না। কিন্তু কেন? আওয়ামী লীগ আগুন নিয়ে খেলা করছে। যা পরিণাম ভয়াবহ হবে। এখনো সময় আছে দেশের জনগণের মনের ভাষা বুঝে অবিলম্বে সংলাপে বসুন। কালক্ষেপণ করবেননা।

অবিলম্বে সংলাপে বসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করুন। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবনা নিয়ে আলোচনার পথ বের করি। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আলোচনা করি। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন।

আজ সোমবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে এক মতবিনিময় সভায় একথা বলেন। নেতাকর্মীদেরঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খঅলেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতেৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মেখল ইউপির সাবেক সদস্য প্রবীণ বিএনপি নেতা অলি মেম্বার। সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম ফারুক, এডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, উপজেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, কাইয়ূম মেম্বার, মো.আবছার, মো.ইলিয়াছ, মো.শফি, মো.ইলিয়াছ, মনসুর আহমেদ, মো.মনি, জসীম উদ্দিন, মো.হোসেন, সাহাবউদ্দিন, গাজী মো.এমদাদ উল্লাহ, মো.মুবিন, শহীদুল্লাহ, মো.ইফতেখার, ওসমান গনি, মো.ইয়াছিন, আবদুল মান্নান, মো.রফিক, মো. পারভেজ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.