সর্বস্তরের মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

0

সিটি নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন। তিনি বলেন, ঈদ ধনী গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার (১৫ জুন) দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।’ তিনি বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।’

শেখ হাসিনা বলেন, ‘হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’

এদিকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমি জানি সবাই আপনজনদের সাথে ঈদ করবার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন। তবে চলাচলের সময় সবাই সাবধানে চলবেন। নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন, সেটাই আমি আশা করি এবং নিরাপদে আপনারা আপনাদের আপনজনের কাছে পৌঁছান। আবার ঈদের আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন, সেটাই আমি কামনা করি। পবিত্র ঈদে সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করুন, সে আশা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকুন সেই কামনা করি। সবাইকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.