সাংবাদিকদের কল্যাণে আমৃত্যু পাশে থাকবঃ সিটি মেয়র

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা জনমত সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখেন। নিজের উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে কিছু সাংবাদিক নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে এ পেশার মর্যাদা নষ্ট করছেন।

তিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি আমৃত্যু পাশে থাকার ঘোষনা দিয়েছেন। সাংবাদিকদের কল্যাণ তহবিলের জন্য কাজ করবেন বলে তার প্রত্য ব্যক্ত করেন।

তিনি আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন, গুণীজন ও কৃতী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

বক্তব্য রাখছেন সম্মেলনের উদ্বোধক বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল
বক্তব্য রাখছেন সম্মেলনের উদ্বোধক বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল

প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, চট্টগ্রাম হলো আন্দোলন সংগ্রামের সূতিকাগার। সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনে চট্টগ্রাম সিইউজের আগামী নেতৃত্বকেও কাছে পাবো বলে আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে ইউএসটিসির উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়াকে গুণীজন সংবর্ধনা এবং জনকণ্ঠের উপ সম্পাদক মোয়াজ্জেমুল হক, দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, ইপিবির সম্পাদক মোস্তাফা কামাল পাশা, দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ-সম্পাদক শাহীন আরা বেগমকে (ডেইজি মউদুদ) কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ। শুভেচ্ছা বক্তব্য দেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক, সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.