সাতবাড়ীয়া অলি আহমদ বীর বিক্রম কলেজে শোক দিবসের সভা

0

চন্দনাইশ : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের এ জাতি চিরদিন ঘৃনা করে যাবে’-চন্দনাইশস্থ সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ আয়োজিত জাতির জনক-এর ৪৩তম শাহাদাত দিবসের আলোচনা সভায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আসহাবউদ্দিন আহমদ ১৫ আগষ্ট এর প্রেক্ষাপট বর্ণনার মাধ্যমে একথা বলেন।

ছাত্র-ছাত্রীদের জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনসহ তাঁর আদর্শে উজ্জিবিত হয়ে পড়ালেখার পাশাপাশি সমাজের কল্যানে সচেতন হওয়ার আহবান জানান বিশেষ অতিথি চন্দনাইশ থানার আওয়ামী লীগের জ্যেষ্ট সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভুঁইয়া।

অধ্যাপক সেবাশীষ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি-বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহীউদ্দিন, অধ্যাপক শিখা রানী দে, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক মিনহাজুল হুদা,অধ্যাপক রবীন্দ্র চৌধুরী, অধ্যাপক কাজী নজরুল ইসলাম, অধ্যাপক ফরিদুল হক, চন্দনাইশ থানার ছাত্রলীগের সহ-সভাপতি এস.এম. রাশেদ সহ আরও অনেকে।

আলোচনা শেষে শোক দিবস উপলক্ষে অধ্যাপক নজরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.