‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করাই বড় চ্যালেঞ্জ’

0

সিটিনিউজ ডেস্ক :: স্বাধীনতার ৪৬ বছর পর জাতি অনেক এগুলেও এখনো সাম্প্রদায়িকতাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার ৪৬ বছরে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। তবে বিজয়কে পুরোপুরি সংহত করা যায়নি। এখনো এ দেশে সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়। পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর সকাল সাড়ে ৬টার কিছু পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বেদীতলে শহীদদের উদ্দেশে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতা শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর।   

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরপরই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.