সাহিত্যে নোবেল জয়ী ভিএস নাইপল আর নেই

0

আন্তর্জাতিক ডেস্ক:: সাহিত্যে নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল মারা গেছেন। ৮৫ বছর বয়সে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ত্রিনিদাদে জন্মগ্রহণকারী এই বিখ্যাত সাহিত্যিকের মৃত্যুর খবর শনিবার নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিরা নাইপল। খবর বিবিসির।

১৯৭১ সালে বুকার পুরস্কার এবং ২০১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটিশ এই লেখক। ভিএস নাইপল ১৯৩২ সালের ১৭ আগস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যায়ন করেছেন। ‘দ্য ম্যাজিস্টিক ম্যাসিওর’, ‘দ্য সাফরেজ অফ এলভিরা’, ‘মিগ্যাল স্ট্রিট’, ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ এবং ‘দি এনিগমা অফ অ্যারাইভালে’র মতো জনপ্রিয় উপন্যাসসহ ৩০টিরও বেশি বই লিখেছেন নোবেলজয়ী এই লেখক।

২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল’এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.