সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সম্মিলিত পরিষদের সভা

0

সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম :  চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ (২০১৮-২০) ত্রিবার্ষিক নির্বাচন আগামী ২১ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া-মোহাম্মদ আনোয়ারুল করিম সম্মিলিত পরিষদের মতিবিনময় ও প্যানেল পরিচিতি সভা আজ বৃহস্পিতবার ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় মার্কেটের সম্মুখে হোটেল জামান’স এর ৪র্থ তলায় অনুষ্ঠিত হবে। উন্নয়নের স্বার্থে যোগ্য নেতৃত্ব চাই স্লোগানে সম্মিলিত পরিষদ মার্কেটের সকল দোকান মালিক ব্যবসায়ী সমিতির সদস্য ও ব্যবসায়ীবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন।

সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পর্কে সম্মিলিত পরিষদ বলেন,চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, ন্যায় বিচার, সর্বস্তরের দোকান মালিক, ব্যবসায়ী ও কর্মচারী ভাইদের ন্যায্য ব্যবসায়িক অধিকার রক্ষার্থে সম্মিলিত পরিষদ-কে ভোট দিয়ে পুনরায় মার্কেটের দোকান মালিক ব্যবসায়ীদের সেবা ও অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার সুযোগ দিলে চির কৃতজ্ঞ থাকিব ।

সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি- 

১/ মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া
দোকান নং- ৩২০, ৪৩৫
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: সিঙ্গাপুর গিফ্ট হাউস
সভাপতি

২/মোহাম্মদ আনোয়ারুল করিম
দোকান নং- ২৫৯
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: বিউটি ফেইস, এঞ্জেলস চয়েস
সাধারণ সম্পাদক

৩/ আলহাজ্ব হাসান দস্তগীর আজাদ
দোকান নং- ১১২
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: শৈল্পিক
সিনিয়র সহ-সভাপতি

৪/ মোঃ শাহজাহান
দোকান নং- ২৪৮
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: মেসার্স আবরু
সহ-সভাপতি

৫/ নিপু নন্দী
দোকান নং- ৪৩৪
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: এসপিএন ইলেক্ট্রনিক্স
যুগ্ম সাধারণ সম্পাদক

৬/ মোঃ খোরশেদ আলম
দোকান নং- ৩৮৫
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: মাম্মি ফ্যাশন-২
যুগ্ম সাধারণ সম্পাদক

৭/ সৈয়দ মাহবুব অর রশিদ
দোকান নং- ২৫০, ৩৫৩
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: ফিরোজা শাড়ী ঘর
অর্থ সম্পাদক

৮/ মোঃ হানিফ পেয়ারু
দোকান নং- ২০৩
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন আই, এম্বারলিন
সহ অর্থ-সম্পাদক

৯/ মোঃ আনিসুর রহমান চৌধুরী
দোকান নং- ৪০৭
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: চৌধুরী টেলিকম
সাংগঠনিক সম্পাদক

১০/ নাজিম উদ্দিন আহম্মদ লিটন
দোকান নং- ৩০৫
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: এপেক্স গ্যালারী
প্রচার সম্পাদক

১১/ মুহাম্মদ নাজিম উদ্দিন হাসান
দোকান নং- ২৩৮
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: গাজী কসমেটিকস
দপ্তর ও পাঠাগার সম্পাদক

১২/ মোহাম্মদ ইছহাক মিঞা
দোকান নং- ১৪৯
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: ইস্পিতা বিউটি কেয়ার
ধর্ম বিষয়ক সম্পদক

১৩/ মোহাম্মদ আবু নাঈম (দুলাল)
দোকান নং- ৪১৭, ৪১৮
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: সিয়াম কমিউনিকেশন
কার্যকরী সদস্য

১৪/ ইমরান রায়হান সাহেদ
দোকান নং- ১২০
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: ইন্টারলিংক
কার্যকরী সদস্য

১৫/ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রব
দোকান নং- ২২৯, ৩২৯, ৩৮৬
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: রেমন্ডস
কার্যকরী সদস্য

১৬/ মোঃ জসিম উদ্দীন
দোকান নং- ২৪৪
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: নেভারসীন
কার্যকরী সদস্য

১৭/ মাহবুবুর রহমান
দোকান নং- ১২৫
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: গ্রেস ভিউ
কার্যকরী সদস্য

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.