সিডিএ-চসিক ঠেলা ঠেলি

0

আয়ুবা হুসনাঃ চট্টগ্রাম মহানগরবাসীর দুঃখ যাবে না এ বর্ষাতেও। অদূর ভবিষ্যতে যাবে বলেও মনে করেন না। গত বর্ষায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হলে প্রাচ্যের রাণী চট্টলা যখন পানির নীচে তলিয়ে তখন স্বয়ং প্রধানমন্ত্রীরও নজরে আসে।

জলাবদ্ধতা নিরসনে মেঘা প্রকল্পের অনুমোদনও দেন। কমিটিও গঠন করে দেন। কিন্তু কাজ কেন সিডিএ পেল চসিক গোস্বা করে বসে। অতপর দফায় দফায় বৈঠক করে সময় পাস করা হয়েছে।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নগরীতে এখন গাড়ীর বদলে নৌকার কদরই বেশী। নগরীর বেশীর ভাগ রাস্তা খানা খন্দে ব্যবহার অনুপযোগী। ঘটছে দুর্ঘটনা। মরছে মানুষ। কারো কোন নজর নেই। সিডিএ-চসিকের ঠেলা ঠেলিতে সর্বনাশ হচ্ছে পাবলিকের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.