সিরিজ জয়ে টাইগারদের স্পিকার,রাষ্ট্রপতির অভিনন্দন

0

সিটি নিউজ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই জয়ে অনুপ্রাণিত হবে দেশের ফুটবলসহ অন্য দল।

অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান সাবেক রাষ্ট্রপতি।

অভিনন্দন জানিয়েছে বিরোধী দল বিএনপিও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

ছয় বছর পর বিদেশের মাটিতে টাইগাররা টি-২০ সিরিজ জয় করলো। তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হেরে পিছিয়ে পড়লেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শেষ দু’টি ম্যাচই জিতেছে টাইগাররা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.