সিলেটগামী ট্রেনের দুর্গতি

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদঃঃ  চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেন ২টি। একটি উদয়ন’। যা রাতে চট্টগ্রাম ছেড়ে যায়। অন্যটি `পাহাড়িকা’ দিনে সকাল নয়টায় চট্টগ্রাম ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে।

দুটি ট্রেনেই যাত্রীর সংখ্যা অত্যাধিক হয় প্রায় প্রতিদিন। টিকেটের জন্য ১০ দিন পুর্বে সাতসকালে কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে হয়। ট্রেন দুটির বগি অত্যন্ত করুন। প্রতিটি বগি নোংরা, অপরিচ্ছন্ন, ভাঙ্গা চেয়ার ও আবর্জনার ভাগাড় থাকে।

এ ছাড়া প্রত্যেক বগিতে এটেনডেন্ট থাকলেও হিজড়াদের অস্বাভাবিক দৌরাত্ব্য, হকারদের যন্ত্রনা ও বখাটেদের উৎপাত লেগে থাকে। সিলেট লাইনে ভাল ট্রেন না দেওয়াতে মানুষের নরক যন্ত্রনা নিয়ে ভ্রমন করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.